31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

নতুন ভ্যাট আইনের RPRR মনে রাখুন

দেশের সবচেয়ে বেশী রাজস্ব আসে ভ্যাট থেকে। আগামির প্রত্যাশা আরো বেশী। সেভাবে প্রস্তুত হচ্ছি আমরা। আসছে ১০ডিসেম্বর ভ্যাট দিবস। জাঁকজমক পালনে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড ও মাঠের সব ভ্যাট অফিস।

প্রান্তিক পর্যায়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজন হচ্ছে টিভি টকশো। আজ চ্যানেল২৪ এ আমিও খায়রুল কবির মিয়া, এডিসি, ভ্যাট ঢাকা পশ্চিম কমিশনারেট। চ্যানেল২৪, অনুষ্ঠানের সঞ্চালক জান্নাতুন নাঈম ও প্রযোজক মেনন ধন্যবাদার্হ!

#ভ্যাট:
কেনার সময় পণ্য বা সেবার মূল্যের ওপর ক্রেতার দেয়া অতিরিক্ত ‘কর’ই ভ্যাট। বাংলাদেশে ১৯৯১এ প্রথম ভ্যাট চালু হয়। ২০১২সালে অনলাইনভিত্তিক আধুনিক নতুন ভ্যাট আইন প্রণয়ন করা হয়।

#ভ্যাটের_হার
নতুন আইনে পণ্য ও সেবা ভেদে ভ্যাট হার আটটি! ২. ২.৪, ৩. ৪.৫, ৫. ৭.৫, ১০ এবং ১৫ শতাংশ।
ওষুধ ও পেট্রোলিয়ামজাত পণ্যের ভ্যাটের হার হবে ২.৪ ও ২ শতাংশ।

#ভাবনার_টকশো’ ও আলোচনা:
* নতুন আইনে RPRR (Registration, Payment, Return & Refund) অনলাইনে হবে মনে রাখতে হবে
* দেশের ২% মানুষও ভ্যাট/কর দেয় না!
* ২০ ভাগ মানুষ ৮০ ভাগ কর দেয়
* ভ্যাট এখন দেশের সবচেয়ে বড় কর ব্যবস্থা
* বড় করের আইনের দৃষ্টিভঙ্গীও বড় হবে
* মোট রাজস্বের ৩৭ দশমিক ৩ শতাংশ
* এ বছর ভ্যাটের লক্ষ্যমাত্রা ১ লাখ ১০ হাজার ৫৫৫ কোটি এবং মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা
* বেশী মানুষ কর দিলে দেশ বিশ্বে উন্নত ও মর্যাদাশালী হবে
* আমাদের সড়ক, মহাসড়ক, উড়ালসড়ক, বন্দর, নগর, সেতু, কালভার্ট, মেট্রোরেল, টানেল, মেগাপোর্ট ও সকল উন্নয়ন প্রকল্প ভ্যাট/করের টাকায় হয়।
* পাকিস্তান এখন গুরু মানছে! করমুখী হলে বিশ্বের উন্নতরাও মানবে

#নতুন_ভ্যাট_আইনের_বৈশিষ্ট্য:
* অনলাইনভিত্তিক কর ব্যবস্থা
* সম্প্রসারিত করভিত্তি
* প্রতিপালনকারী (compliant) এর জন্য প্রণোদনামূলক
* অপ্রতিপালনকারী (non-compliant) এর জন্য নজরদারমিূলক
* ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত হবে, ব্যবসার খরচ কমবে
* মূল্য ঘোষণার ঝামেলা নেই
* প্রকৃত বিক্রি মূল্যের ভিত্তিতে কর নির্ধারিত হবে
* করের পূণঃপৌনিকতা হ্রাস পাবে
* চলতি হিসাব রেজিস্টার সংরক্ষণ করতে হবে না
* নিয়মিত হিসাবই ভ্যাট নির্ধারণের ভিত্তি হবে
* হিসাব-ভিত্তিক নিবন্ধন, একটি কোম্পানির জন্য একটিই নিবন্ধন
* সহজ রেয়াত পদ্ধতি। সর্বক্ষেত্রে বিক্রয়ের উপর রেয়াত পাওয়া যাবে
* ক্ষুদ্র ও মাঝারি খাত (এসএমই) উৎসাহিত
* ব্যবস্থাটি অনলাইনভিত্তিক হলেও ছোট ছোট করদাতাদের সুবিধার্থে সনাতন পদ্ধতিও সমান্তরালভাবে চালু থাকবে
* আগাম ভ্যাট পরিশোধ করতে হবে না, ৪৫ দিনের মধ্যে করলেই হবে
* পরের মাসের ১৫ তারিখের মধ্যে কর পরিশোধ দাখিলপত্র প্রদান
* দাখিলপত্র জমা দিতে ভ্যাট অফিসে যেতে হবে না।
* অনলাইনে সহজে আপিল আবেদন করা যাবে
* ভ্যাট দিতে যে কোনো জটিলতায় থাকবে কন্ট্যাক্ট সেন্টার
* অনিবাসী ব্যক্তি অনলাইনে বা এজেন্টের মাধ্যমে মূসক প্রদান করতে পারবেন
* টার্নওভার প্রতিষ্ঠানও আমদানি-রফতানি করতে পারবে
* ভ্যাট ব্যবস্থা অনলাইন ও কম্পিউটারভিত্তিক হওয়ায় পরিপালন সহজ হবে।

দেশটা আমাদের! মুক্তিযোদ্ধারা জীবন মানের বিনিময়ে স্বাধীন করে দিয়ে গেছেন। গড়তে হবে আমাদের। অর্থ ছাড়া জীবন যেমন অর্থবহ হয়না, তেমনি আপনার ভ্যাট/কর ছাড়া এদেশ গডবে না! জাতি হিসেবে শির উঁচু কখনো হবে না।
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি।
তারিখ ০১/১২/২০১৯
মোবাইল নাম্বার ০১৭১২৯৪৭৮৭১

- Advertisment -

সর্বশেষ সংবাদ