31 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪

বিশেষ সম্মাননায় ভুষিত কবি আদিত্য নজরুল

‘আমরা বিকল্প কথা বলি, আমরা নতুন করে বলি’ এই শ্লোগান নিয়ে কবি ওবায়েদ আকাশ সম্পাদিত সাহিত্য ও চিন্তা শিল্পের পত্রিকা ‘শালুক’ পূর্তি করলো ২০ বছর। এ উপলক্ষে পত্রিকাটি আয়োজন করে ৩দিন ব্যাপী লেখক, পাঠক ও শুভাকাঙ্খিদের নিবিড় সম্মিলন। এতে যোগ দিয়েছেন দেশ-বিদেশের নবীন-প্রবীণ অগণিত কবি-লেখক-শিল্পী, বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা।
২২ নভেম্বর, শুক্রবার ঢাকায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। এদিন দেশ-বিদেশের লেখক-পাঠক পরিচয় পর্ব, সম্মাননা প্রদান, আলোচনা, বিদেশি কবিদের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এই অনুষ্ঠানের পত্রিকাটি বিশেষ সম্মানে ভুষিত করে কবি আদিত্য নজরুলকে। নিজেদের লেখনির মাধ্যমে ‘শালুক’কে সমৃদ্ধ করায় পত্রিকাটি কামাল রাহমান, মিহির মুসাকী , কবি সুমন শামস্ এবং কৌস্তব শ্রীকেও এই সম্মানে ভুষিত করে।
কবি আদিত্য নজরুল। কবিতার সব শাখায়’ই বিচরণ তার। তার কবিতায় যেমন বিদ্রোহীর বারুদের গন্ধ পাওয়া যায়, তেমনী ভালোবাসার কোমল পঙতিতে দুটো হৃদয় এক করে। কবিতায় এই কবি বলেন, সামাজিক দায়বদ্ধতার কথাও। প্রতি বইেমেলায় কবি আদিত্য নজরুল পাঠকের কাছাকাছি যান নিজের কবিতার বই নিয়ে। এবারে গ্রন্থমেলায়ও আসছে কবির নতুন কবিতার বই।
লেখক-পাঠক-শুভাকাঙ্খীদের নিবিড় আড্ডা, কবিতা পাঠ, আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে ‘শালুক’ এর এই আয়োজন শেষ হবে ২৪ নভেম্বর।
¬বিশেষ সম্মাননায় ভুষিত কবি আদিত্য নজরুল।
‘আমরা বিকল্প কথা বলি, আমরা নতুন করে বলি’ এই শ্লোগান নিয়ে কবি ওবায়েদ আকাশ সম্পাদিত সাহিত্য ও চিন্তা শিল্পের পত্রিকা ‘শালুক’ পূর্তি করলো ২০ বছর। এ উপলক্ষে পত্রিকাটি আয়োজন করে ৩দিন ব্যাপী লেখক, পাঠক ও শুভাকাঙ্খিদের নিবিড় সম্মিলন। এতে যোগ দিয়েছেন দেশ-বিদেশের নবীন-প্রবীণ অগণিত কবি-লেখক-শিল্পী, বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা।
২২ নভেম্বর, শুক্রবার ঢাকায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। এদিন দেশ-বিদেশের লেখক-পাঠক পরিচয় পর্ব, সম্মাননা প্রদান, আলোচনা, বিদেশি কবিদের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এই অনুষ্ঠানের পত্রিকাটি বিশেষ সম্মানে ভুষিত করে কবি আদিত্য নজরুলকে। নিজেদের লেখনির মাধ্যমে ‘শালুক’কে সমৃদ্ধ করায় পত্রিকাটি কামাল রাহমান, মিহির মুসাকী , কবি সুমন শামস্ এবং কৌস্তব শ্রীকেও এই সম্মানে ভুষিত করে।
কবি আদিত্য নজরুল। কবিতার সব শাখায়’ই বিচরণ তার। তার কবিতায় যেমন বিদ্রোহীর বারুদের গন্ধ পাওয়া যায়, তেমনী ভালোবাসার কোমল পঙতিতে দুটো হৃদয় এক করে। কবিতায় এই কবি বলেন, সামাজিক দায়বদ্ধতার কথাও। প্রতি বইেমেলায় কবি আদিত্য নজরুল পাঠকের কাছাকাছি যান নিজের কবিতার বই নিয়ে। এবারে গ্রন্থমেলায়ও আসছে কবির নতুন কবিতার বই।
লেখক-পাঠক-শুভাকাঙ্খীদের নিবিড় আড্ডা, কবিতা পাঠ, আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে ‘শালুক’ এর এই আয়োজন শেষ হবে ২৪ নভেম্বর।

- Advertisment -

সর্বশেষ সংবাদ