31 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

ভোলা পল্লী বিদ্যুুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কাছে গ্রাহকের দরখাস্ত

চরফ্যাশন প্রতিনিধি।

বিষয়ঃ তদন্ত পূর্বক জরিমানা মওকুফ করে মিটার সংযোগ দেওয়ার জন্য আবেদন।

আবেদনকারীঃ
১।মোঃ মহিবুল্লাহ,পিতা-মৃত আবুল হাসেম
সাং – হাজারীগঞ্জ,ওয়ার্ড নং-০৩,ডাকঘর+ থানা শশীভুষণ,উপজেলাঃ চরফ্যাশন,জেলাঃ ভোলা।
মিটার বই নং -৮৮১,হিসাব নং-১৫৪৫

মহাত্নন,
যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে,আমি মোঃ মহিবুল্লাহ, পিতা-মৃত আবুল হাসেম ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির চরফ্যাশন জোনাল অফিসের একজন গ্রাহক। আমার হিসাব নং-১৫৪৫ এবং বই নং- ৮৮১। আমি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করিয়া আসছি। গত ৩মাস পূর্বে এইচটি লাইনের পোলে আগুন লেগে এমিটারের সার্ভিস তার পুরে যায়। আমি উক্ত বিষয়টি অবগত করানোর জন্য অফিসের নাম্বারে ফোন দিলে অফিস থেকে লোক এসে আমার মিটারের সার্ভিস তার কেটে দিয়ে লাইন নিরাপদ করে চলে যায়। কিন্তু ঐ সময় অফিসের লোক আমার সার্ভিস তারটি পরিবর্তন ও মিটার সংক্রান্ত বিষয়ে আমাকে কোন প্রকার পরামর্শ দেয়নি। ১৫/১৬ পরে অফিসের ২জন লাইন ম্যান এসে মিটারের উপরের কাভার টি খুলে আছে দেখতে পায় এবং, আমােকে অবগত করেন। যদিও মিটারের কাভারটি এইচটি তার নিরাপদ করার সময় তারের টানে খুলে আসে কিন্তু লাইনম্যান তা লক্ষ্য করেনি। এ সমস্যা জনিত কারনে লাইনম্যান মিটারটি খুলে অফিসে নিয়ে যায় । আমি উক্ত মিটারটি জন্য অফিসে গেলে বিল প্রস্তুতকারী আমাকে বললেন অরক্ষিত থাকার কারনে ওয়্যারিং রিপোর্ট প্রয়োজন। আমি অফিসের কথায় ওয়্যারিং রিপোর্ট জমা দেই। রিপোর্ট দেওয়ার পরে আমাকে বলেন আপনার মিটারটি নষ্ট তার জরিমানা দিতে হবে। মিটারের জন্য ১৩৯৭/টাকা ,সাধারণ জরিমানা ৫০০/- টাকা, সমিক্ষা ফি ১৫০ /- টাকা, সেলের জন্য ২৩/-টাকা, এবং D/C R/C ফি ৪০০/-টাকা, সর্বমোট- ২,৪৭০/- টাকা। এখন কেনো এ মিটারের মুল্য আমি দিবো? এ ঘটনার জন্য তো আমি দায়ি না। পল্লী বিদ্যুৎতের ১১০০০ হাজার ভোল্টেজের লাইনের তারের সাথে সুপারি গাছের স্পর্শ হওয়ায় আগুন লেগে মিটারের সার্ভিস তার পুড়ে নষ্ট হয়,ঐ তার নিরাপদ করার সময় মিটারের ক্ষতি হয়।

অতএব , উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন পূর্বক জরিমানা মওকুফ করিয়া যাতে আমি মিটার ও বিদ্যুৎ সংযোগ পেতে তার ব্যাবস্থা গ্রহনে মহোদয়ের একান্ত মর্জি হয়।

আবেদনকারী –মোঃ মহিবুল্লাহ
সাং হাজারীগঞ্জ ৩ নং ওয়ার্ড থানা শশীভুষণ জেলা ভোলা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ