31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ছাগলনাইয়ায় উপজেলাধীন পশ্চিম মধুগ্রাম কর্মকার বাড়ীতে হরিনাম সংকীর্ত্তন ও মহোৎসব অনুষ্ঠিত

যতীন্দ্র সূত্রধর, ছাগলনাইয়া প্রতিনিধি :

ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাধানগর ইউনিয়ন’র কর্মকার বাড়ীতে শ্রীশ্রী বিষ্ণু মন্দির কমিটি ও কর্মকার বাড়ীর উদ্যােগে ১৫ নভেম্বর (শুক্রবার) দামোদার মাস উপলক্ষ্যে ১১ তম চতুষপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন ও মহোৎসবের আয়োজন করা হয়েছে।

মায়ামুগ্ধ অন্ধকারাচ্ছন্ন জীবের পরম কল্যান ও শান্তি কামনায় পশ্চিম মধুগ্রাম শ্রীশ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী বিষ্ণু মন্দির উৎসব কমিটি কতৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করবেন,
শ্রীশ্রী গৌর নিতাই – নোয়াখালী, শ্রীশ্রী গুরুচক্র মন্দির – ফেনী ও শ্রীশ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায় – স্থানীয়রা।
উক্ত অনুষ্ঠানে ভক্ত বৃন্দগনের উপস্থিতে অনুষ্ঠান স্থল উৎসবক্ষেত্র ‘ব্রজধামে’ পরিনত হয়।

অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে শ্রীশ্রী বিষ্ণু মন্দির উৎসব কমিটির পক্ষ থেকে দুপুরে প্রসাদ বিতরন করা হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ