31 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪

ফটোফিচার বাহারী পাখি ; নেশা থেকেই পেশা

বরগুনায় বেড়েছে পাখিপ্রেমী। তৈরি হয়েছে পাখির বাজার। জমে উঠছে বাহারী পাখির ক্রয়বিক্রয়।
আগে গ্রামে গঞ্জে দেখা মিলত হাতে গোনা কয়েক বাড়িতে পোষা টিয়া ময়না, আর বাংলা কবুতর।
মাঝখানে কিছুদিন কোয়েলের বাজার খুব ভাল চলছে।
ঘরে ঘরে এখন দেখা যায় খাঁচা ভর্তি লাভ বার্ড, বাজিগর, কোকার্টেল ও উন্নত প্রজাতির কবুতর।বাহারী পাখি পালন মনকে রাখে সতেজ।
অন্যান্য অপকর্ম থেকেও যুবসমাজকে আলোর পথ দেখায় পাখি পালনের নেশা।
শুধু পাখি থাকলেই তো হয় না। এর জন্য চাই সুন্দর
পরিপাটি খাঁচা, চাই নিরাপদ খাবার ও রোগবালাই হলে দরকার প্রয়োজনীয় ওষুধপত্র।
এসবের জন্য বরগুনায় গড়ে উঠছে বিশেষ দোকান।
ফেসবুকে দেখা যায় বিভিন্ন পাখি ক্লাবের আলোচনা।
এক কথায় সত্যিই মুগ্ধকর দৃশ্য পাখি বাজারে।
পাখিপ্রেমীদের ইচ্ছা এবছরই তারা আয়োজন করবে বড় একটা পাখি মেলা।

আরো এগিয়ে যাক বরগুনার পাখির বাজার।
এই শুভকামনা।

আতিক রহমান
ফ্রিল্যান্স ফটোগ্রাফার

- Advertisment -

সর্বশেষ সংবাদ