31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

অবাক হবো না আমি:- (সুজাতা দাস)

তুই যদি কখনও বৃষ্টির ফোঁটা হয়ে ঝরিস আমার অবয়বে কখনও তোর অজান্তেই, আমি অবাক হবো না কিছুতেই-
শুধু জড়িয়ে নেব এই বিশ্বাসে তুই আজও আছিস কোনও রূপে আমার একদম কাছে-

যদি কখনও ঝড়ের রাতে স্বশব্দ চিৎকারে কোনও রাতজাগা পাখি ডেকে ওঠে আমায়, আমি অবাক হবো না কিছুতেই-
শুধু জেগে উঠবো এই আশায় তুইও জেগে আছিস হয়তো আজ আমার একদম কাছে-

আছিস কোনও ঘুমভাঙানো ভোরে যেখানে উন্মুক্ত বাতাস খেলা করে আমার নাভীমূলে
আমি অবাক হবো না কিছুতেই-
শুধু ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেবো
তোকে,গোপন অভিসারি হবো তোর কাছে-

যদি আজও কোনও মুক্ত ডানায় ভেসে চলি
তুই’আমি,অজানা ভালোবাসার টানে দুজনে
আমি অবাক হবো না কিছুতেই-
ভেসে যাবো অবাধ ভালোবাসার জোয়ারের
সাথে, যেখানে আমরা অভিন্ন কোনও রাতে-

ভালোবাসায় জড়িয়ে রাখিস তুইও, যেমন অনেক ভালোবাসায় রাখিস সঞ্চয়িতা বুকে;
আমি অবাক হবো না কিছুতেই-
ভালোবাসায় জড়িয়ে নেবো আবার আমি অনেক আশায়, বুকের মাঝে থাকিস সুখে।।

- Advertisment -

সর্বশেষ সংবাদ