31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বিষাক্ত নীল (জান্নাতুল ফেরদৌসী)

আমার অস্তিত্ব জুড়ে
শুধু তুমিই ছিলে
আর তুমি কিনা আমায়
ভরিয়ে দিলে বিষাক্ত সেই নীলে।
আমি তো, তুমি নামক
নেশায় আসক্ত ছিলাম।
আর তোমায় আসক্ত সেই হৃদয়ে
নীল রঙা বিষটা ছড়িয়ে নিলাম।
তুমি কি জানো,
তোমার দেওয়া সেই নীল রঙা বিষটা
কতটা কষ্টদায়ক, কিভাবে তিলে তিলে
নিঃশেষ করে দিচ্ছে এই আমি টাকে।
জানো না, জানার প্রয়োজনও
তোমার নেই।
কারণ তুমি তো এখন রাত্রির
আবডালে রাতের তাঁরা গুনতে ব্যস্ত।
তুমি কি জানো,
আমার পুরো শরীর, মনকেই
ধীরে ধীরে গ্রাস করে ফেলছে
তোমার দেওয়া সেই বিষাক্ত নীল।
বিষাক্ত সেই নীলে
বিলীন হয়ে যাচ্ছে আমার অস্তিত্ব।
জানো, এখন আমার মনটাও
তোমার দেওয়া নীলে বিষাক্ত।

- Advertisment -

সর্বশেষ সংবাদ