31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কয়রায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালন

কামাল হোসেন, খুলনাঃ ”বঙ্গবন্ধুর আদর্শ, সমবায় উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ২নভেম্বর সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন করেন আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এরপর উপজেলা চত্তর হতে উপজেলার প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলার হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূর-ই-আলম সিদ্দিকির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, সমবায় কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ জুয়েল হোসেন, সুলতানা মেঘা, কমলেশ কুমার মন্ডল, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমবায় সমিতির বিভিন্ন এলাকার সদস্য বৃন্দ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ