31 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪

বীরগঞ্জে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব পালিত

রনজিৎ সরকার (রাজ), বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি॥
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গতকাল রোববার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। তারা গতকাল ধুমধামের সঙ্গে পালন করছে শ্যামাপূজা, যা কালীপূজা নামেও অভিহিত। সেই সঙ্গে উদযাপন করছে দীপাবলি বা দিওয়ালী। সনাতন ধর্মালবম্বীদের অভিমত গতকাল পৃথিবীতে আগমন ঘটে মা কালী বা শ্যামা দেবীর দুষ্টের দমন ও শিষ্টের লালনের মধ্যে দিয়ে কল্যাণ বয়ে নিয়ে তার আগমন। বীরগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা ও জানান, বীরগঞ্জ পৌরসভায় ৮টিসহ উপজেলার ১৮৭টি গ্রামের ২২৫ টি মন্দির ও অনেকের বাড়ীতে শ্যামপূজা ও দীপালি উৎসব পালিত হয়েছে। বীরগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের পূজা করতে আসা লক্ষণ চক্রবর্তী জানান, দেবী তার ভক্তদের কাছে শান্তি, সংহতি ও সম্প্রতি প্রতিষ্ঠার প্রতীক। দীপাবলি উৎসবের শুভ সূচনা হয় বাংলা বর্ষপঞ্জির আশ্বিন মাসে কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরস অনুষ্ঠানের মধ্য। আর শেষ হয় কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা মাধ্যমে। নবরাত্রি উৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। সন্ধ্যায় মন্দির,পূজাম-প ও ঘরে ঘরে মোমবাতি প্রজ্জালন, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসব উদযাপন করা হয়। সেই সঙ্গে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় গীত। পূজা ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জ্বালন করা হয়। শ্যামাপূজা উপলক্ষে উপজেলার কালী মন্দির গুলোতে দিনাজপুর -১( বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ৫নং সুজালপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক রনজিৎ সরকার রাজ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ