31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জমকালো আয়োজনে ঢাকা জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত

সর্বসাধারণের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ পালিত হয়েছে কমিউনিটি পুলিশ ডে-২০১৯। সারা বাংলাদেশের মতো ঢাকা রেঞ্জের প্রতিটি জেলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগদান করেন। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটরিয়মে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ডাঃ এনামুর রহমান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. মোঃ কামরুল ইসলাম, এমপি, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-২।

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের আয়োজনে অদ্য ২৬/১০/২০১৯ খ্রিঃ তারিখ বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মহোদয়।

এসময় সর্বসাধারণের অংশগ্রহণে এক দৃষ্টিনন্দন বিশাল র‌্যালি সাভার শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিসহ গন্যমান্য ব্যক্তিগন বক্তব্য প্রদান করেন। মাননীয় ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় বিশেষ অতিথির বক্তব্যে কমিউনিটি পুলিশের কার্যক্রমকে আরও জনমূখী এবং অংশীদারীত্বমূলক করার জন্য সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ঢাকা জেলা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ