31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

সহবাস…

কলমে-পৃথা বিশ্বাস।
তারিখ-ইং-17/10/1
“”” “”” “”” “”” “””

এই জীবন,এই যাপন,
এই আমার স্বপ্ন সহবাস।
এই ফুল,পাখি,পাতা,
সমূহ জগৎ জুড়ে কাব্য
কলতান,
কতোটুকু চেয়েছিলাম ?…
অসীম সাগর মাঝে
সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়। সে মূহুর্তে নিঃসীম
শূণতা,সকল প্রবোধ যেন অবোধ হয়ে যায়।
সমস্ত দৃশ্যজুড়ে উজ্জ্বল
মিহিন বাতাস সমস্ত
লৌকিকতা,
আন্তরিকতার পিছনে
এই লুকোচুরি,যেন
এক ধূর্ত প্রহসন…
এ’ভাবেই চলছে জীবন,দয়ামায়া
হীন,আলোর উৎসকে
বলতে পারো আজ কেন মিথ্যে মনে হয় ?
তোমরা অ-নে-ক জানো,জানি; আমি
আর কতোটুকু…
নিয়ত জটিল জীবন
আনন্দের উৎস আজ
কী জানি কোন্ কর্পূর
দেশে করে বিচরণ।
যাপনের জন্মদেশে
যেখানে গভীর একাকীত্ব,সেখানেই এখন আমার আঁত্ম-
সহবাস,যদি ভুল বলো,
হে প্রজন্মদূত,হে সম্ভাবনা,অন্তত উদ্যানের সুত্রটুকুও
রেখে যেও।

পলাশী/নদীয়া।

- Advertisment -

সর্বশেষ সংবাদ