31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

গরীব দুস্থ ও এতিম প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

খলিল

সাভার উপজেলা অডিটোরিয়ামে ২২/১০/২০১৯ ইং মঙ্গলবার সকালে সাভার উপজেলা বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদের পক্ষ হতে সমাজের অসহায় গরীব দুস্থ ও এতিম প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ এনামুর রহমান এনাম ঢাকা-১৯. মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মঞ্জুরুল আলম রাজীব, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাভার। আলহাজ্ব আব্দুল গনি, মেয়র সাভার পৌরসভা। শাহাদাত হোসেন খান, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাভার। ইয়াসমিন আক্তার সুমি, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাভার। নজরুল ইসলাম মানিক মোল্লা, কাউন্সিলর ২ নং ওয়ার্ড ও ১ নং প্যানেল মেয়র সাভার পৌরসভা। মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা, কাউন্সিলর ১ নং ওয়ার্ড সাভার পৌরসভা। আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, যুগ্ন সাধারন সম্পাদক ঢাকা জেলা আওয়ামীলীগ। মোঃ আতিকুর রহমান খান শান্ত, চেয়ারম্যান কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ শাহাব উদ্দিন মাদবর, চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান বনগাঁও ইউনিয়ন পরিষদ। মোঃ পারভেজ দেওয়ান, চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ। প্রণতি পালমা, সভাপতি বিরুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন, মোঃ পারভেজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার। সার্বিক তত্ত্বাবধানে ঝুমা খান, সভাপতি সাভার উপজেলা বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদ। স্বাগত বক্তব্য রাখেন, জনাব এম এ সিকদার (শিশির), মহাসচিব বঙ্গবন্ধু ও পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

- Advertisment -

সর্বশেষ সংবাদ