31 C
Dhaka
শুক্রবার, মে ১০, ২০২৪

মেধাবী শিক্ষার্থী দেলোয়ার বাঁচতে চায়

কামাল হোসেন,কয়রাঃ খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র মোঃ দেলোয়ার হোসেন (২১) গত ২৪ আগষ্ট সড়ক দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ছে সে (খুমেক) খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসারত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দিয়েছে নতুবা জীবননাশের আশংকা রয়েছে ।
দেলোয়ারের শারীরিক অবস্থা দিন দিন জটিল হচ্ছে। কিন্তুু টাকার অভাবে চিকিৎসা চলছেনা। তার ব্যায় বহুল চিকিৎসার ভার বহন করা তার হতদারিদ্র পরিবারে পক্ষে অসম্ভব।
দেলোয়ারের মাতা ফজিলা খাতুন বলেন চিকিৎসার জন্য তার সারা জীবনের সঞ্চিত অর্থ ও বিলেন জমি বিক্রি করেছি। শেষ সম্বল তার বসত বাড়ি ছাড়া আর কিছু নাই।

দেলোয়ারের বড় ভাই আসাদুল ইসলাম বলেন আমার ছোট ভাইয়ের মাথার শিরা ছিড়ে গেছে, গলার হাড় ও ডান হাতের হাড় ভেঙ্গে গেছে যা অপারেশন ছাড়া বাঁচানো সম্ভব না।
তাই যে সকল দানশীল সহৃদয়বান ব্যাক্তি আছেন। তাদের কাছে আকুল আবেদন মেধাবী শিক্ষার্থী দেলোয়ারের জীবন রক্ষায় এগিয়ে আসুন।
সোনালী ব্যাংককয়রা শাখা হিসাব নম্বর ২০৪৫০৬৫
বিকাশ ও যোগাযোগের জন্য ০১৯৩৪৮৭৫০০০

- Advertisment -

সর্বশেষ সংবাদ