31 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪

নওগাঁয় পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলা সহ প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে মা দূর্গার আনুষ্ঠানিক বিদায়

ওমর ফারুক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-আগামী বছরে দূর্গা দেবীর দর্শনের প্রত্যাশা নিয়েই দেবীকে বিদায় পুষ্পাঞ্জলি দিল ভক্তরা। দেবীকে এ বছরের মত বিদায় দিতে চন্দন, ধুপ আর সিঁদুর নিবেদন করলো দেবীর পায়ে।

ঢাক আর উলু ধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন দূর্গা মণ্ডপগুলো। পুরহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলু ধ্বনি মণ্ডপগুলোতে সৃস্টি হয়েছিল আবেগঘন পরিবেশ।

মঙ্গলবার সকাল হতে দুপুর পযর্ন্ত মণ্ডপে মণ্ডপে আনুষ্ঠানিক পূজা অর্চনা শেষে সিঁদুর খেলার মধ্যে দিয়ে ভক্তরা মা দূর্গাকে স্ব স্ব মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন।

তবে আজ বিকালে শহরের ছোট যমুনা নদীতে নৌকায় ওঠানো হবে দেবীকে। নৌকায় বাইচ বা ভ্রমণ শেষে সন্ধ্যায় মায়া কাটিয়ে প্রতিমাকে বিসর্জন দেয়া হবে নদীতে।

সাংবাদিক ওমর ফারুক
দৈনিক ভিন্ন বার্তা
নওগাঁ জেলা প্রতিনিধি
০৮/১০/২০১৯/ইং।

- Advertisment -

সর্বশেষ সংবাদ