31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

শিক্ষক না হয়ে একজন ভালো মানুষ হন !

আজ শিক্ষক দিবস…
শিক্ষক না হয়ে একজন ভালো মানুষ হন !

যে পড়ালেখা শেখায় শুধু কি সেই শিক্ষক ?
জীবন চলার পথে যতগুলো শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাগুলো যারা যারা প্রয়োগ করে তারাও কিন্তু শিক্ষক। যে আমাকে কথা বলা, চলা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আচার-আচরণ ইত্যাদি শিখিয়েছেন তারাও কিন্তু শিক্ষক।

শিক্ষক’রা হচ্ছে পিতৃতুল্য। মা-বাবার পরে শিক্ষক এর স্থান। কিন্তু কথা হচ্ছে একজন শিক্ষক কতটুকু পিতৃতুল্য দায়িত্ব পালন করে ?
যদিও বা সকল শিক্ষক কিন্তু এক নয় !

সমাজে সর্বোচ্ছ যে যে শ্রেণীর মানুষগুলো সম্মানজনক অবস্থান থাকে তাদের মধ্যে অন্যতম শিক্ষক’রা। যদিও বা র্দূভাগ্যবশত সেই স্থান তারা কিন্তু পাই না। তার বিভিন্ন কারণও রয়েছে বটে।

শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে যে মেলবন্ধন থাকা প্রয়োজন সেটা কতটুকু আছে ?

ব্যক্তিগত অর্থে বেয়াদবি করা আমি নিজে পছন্দ করি না তারমধ্যে শিক্ষক এর সাথে মোটেও না। তবে শিক্ষক এর কাছে কিছু শিক্ষার্থী বেয়াদব আর কিছু শিক্ষার্থীর কাছে কিছু শিক্ষক ভালো !
কিছু শিক্ষার্থীর কাছে যে শিক্ষকগুলো ভালো…
যারা ক্লাসের সময়ে অযথা গল্প করে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এবং ভালো করে পড়া পড়াইনা।

আর যে শিক্ষক এর কাছে শিক্ষার্থী’রা বেয়াদব..
সব শিক্ষক যে ভালো তা কিন্তু না!
কিছু শিক্ষক আছে দায়িত্বের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে চাই। অথচ তাদের অর্পিত দায়িত্ব পালন করে না। তারা শুধু থাকে শিক্ষার্থীদের হ্যারেজমেন্ট করার জন্য। আর এইগুলার বিরুদ্ধে যখন যে শিক্ষার্থী বলবে তখন সে শিক্ষার্থী, শিক্ষক এর কাছে হয়ে বেয়াদব।

শিক্ষিত হয়ে লাভ কি ? যদি সুশিক্ষিত না হন ?
সব কিছুর উর্দ্ধে আগে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন। নিজের অর্পিত দায়িত্ব পালন করেন তারপর অন্য বিষয়ে মাথা দিবেন।

যে শিক্ষক গুলো নৈতিক শিক্ষার মাধ্যেমে সমাজ ও দেশ আলোকিত করে তরুণ প্রজন্মের আগামীর দিন মসৃণ করছে সেই সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল।

—মোঃ আশরাফ উদ্দিন

- Advertisment -

সর্বশেষ সংবাদ