31 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

তথ্য অধিকার আইনের এক দশক উপলক্ষে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৯

এ এস এম সাদেকুল ইসলামঃ ময়মনসিংহ।

মুক্তাগাছা উপজেলা সচেতন নাগরিক কমিটি ( সনাক) শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক তথ্য জানার অধিকার -দিবস পালন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সনাক, এরিয়া ম্যানেজার ইকবাল হোসের এর নেতৃত্বে মুক্তাগাছা উপজেলা সরকারী আর কে হাই স্কুলের সামনে মেইনরোডস্থ র্্যালী ও মানববন্ধন করা হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান বক্তা ও মূখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার।
বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কিত বিষয়ে সচেতন মূলক আলোকপাত করেন।

সচেতন নাগরিক কমিটি ( সনাক) এরিয়া ম্যানেজার ইকবাল হোসেন।
সহ ইয়েস ফ্রেন্ড নারী, ও পুরুষ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় সনাক ইয়েস ফ্রেন্ড সদস্য জোবায়ের আহমদ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ