31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

শিশুসাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলামের জন্মদিন আজ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: আজ বুধবার ১০ আশ্বিন ১৪২৬ শিশুসাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলামের ৫৩তম জন্মদিন। ১৩৭৩ বঙ্গাব্দে আজকের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা গ্রামে সাংস্কৃতিক প্রতিকূল পরিবেশে তিনি জন্ম গ্রহণ করেন। ছেলেবেলা থেকেই লেখালেখি শুরু এবং তা কেবল ছোটদের জন্যই।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হলো: ইচ্ছেটা উড়ে যায়, হলদে পাখির ছা, নীল খাঁচার পাখি, রঙতুলিতে বাংলাদেশ, স্বাধীনতার ছড়া, বিজয়ের উৎসব, পাখপাখালির গল্প, একুশের মিছিল, ভিনদেশি মজার গল্প ও জয় বাংলার ছড়া।

তিনি জীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। বর্তমানে পেশায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। শিশুসাহিত্য ছাড়াও তৌহিদ-উল ইসলাম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন বিশিষ্ট গীতিকার এবং একজন সফল সাংস্কৃতিক সংগঠক।

- Advertisment -

সর্বশেষ সংবাদ