31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

রাণীশংকৈলে মিনা দিবস পালিত

হুমায়ুন কবির,রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মনের মত স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে”এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মিনা দিবস পালিত হয়। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর মঙ্লবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে মিনা দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মকছেদুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ। বক্তারা শিশুদের বিদ্যালয়ে যেতে সক্ষম করা, শতভাগ শিশুর ভর্তির নিশ্চিত করণ, ঝড়ে পড়া রোদ, বাল্যবিবাহ ও শিশুশ্রম অধিকার রক্ষায় সচেতনামূলক বক্তব্য রাখেন। শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে মিনা দিবসের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রসংগত: শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বাড়াতে ১৯৯৮ সাল থেকে ২৪ সেপ্টেম্বর সরকারি ভাবে মিনা দিবস পালিত হয়ে আসছে।

হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭১০০১৯৩১১

- Advertisment -

সর্বশেষ সংবাদ