31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বারপাইকা কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা পূজার মন্ডপে সাজসজ্জায় এ বছর নতুন চমক

(সৈকত বাড়ৈ)
বরাবরই দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের প্রয়াস আর প্রচেষ্টার কমতি থাকে না। এ বছর ও তার ব্যতিক্রম হয়নি। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা পূজা মন্ডপে এই উৎসব পালিত হবে। বারপাইকা পূজা কমিটির আয়োজনে হচ্ছে এই পূজা। বারপাইকা পূজা উদ্জাপন কমিটির সভাপতি বাবু নিহার রঞ্জন রায় সাংবাদিকদের বলেন, প্রতি বছর যেভাবে নতুন নতুন সাজ সজ্জার জন্য বরিশাল ও আসে পাশের সকল জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বারপাইকা পূজা মন্ডপ, তেমনি এ বছর ও নতুন রূপে সাজানো হবে এই পূজা মন্ডপ এবং প্রতি বছরের মত এ বছর ও থাকছে নতুন নতুন আকর্ষন যেমন আট তলা বিশিষ্ট গেট , বাঁশ দিয়ে তৈরি চল্লিশ হাত উচ্চতার শিঁব মূর্তি। তিনি আরও বলেন, এই সাজ সজ্জার যাবতীয় কাজ বারপাইকা যুব সমাজ তাদের মেধাকে কাজে লাগিয়ে রাত দিন পরিশ্রম করে মন্ডপকে সাজ সজ্জিত করে গড়ে তোলে। শিঁব মূর্তির কারিগর গৌরঙ্গ লাল মন্ডল সাংবাদিকদের প্রশ্নর জবাবে বলেন ,আমি এই গ্রামের এই ছেলে,আমি নিজের প্রতিভার বিকাশের জন্য এই কাজটি আনন্দের সাথে করছি । আমি এই কাজ নিজে নিজে শিখেছি। আমি কখনো কাউকে এই কাজ করতে দেখিনি । শুধু নিজের মেধাকে কাজে লাগাচ্ছি ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ