খলিল, সাভার
শনিবার সাভারের দক্ষিণ রাজাশন আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর ৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করা হয়। আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর সভাপতি আনোয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে অত্র স্কুলের শিক্ষক ফরিদ মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ৮ নং ওয়ার্ড রাজাশন কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি রফিকুল ইসলাম, সাভার পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার, সাভার পৌর বিএনপির নেতা মোশারফ হোসেন মোল্লা, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী রানা শহীদ, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অবিভাবকগন। এদিন দৌড়, হাড়ি ভাঙা, বিস্কুট খেলাসহ যেমন খুশি তেমন সাজো ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ছিলেন আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।