ম.ম. হারুন অর রশিদ, মাদারীপুর জেলা প্রতিনিধি
তারুণ্যে উৎসব উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে ও ছাত্র প্রতিনিধিদের সার্বিক সহায়তায় উপজেলা পুকুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, কালকিনি থানা অফিসার ইনর্চাজ সোহেল রানা, কালকিনি সোনালী ব্যাংক ম্যানেজার কাউয়ুম রাসেলসহ অন্যান্যরা। খেলায় কালকিনি উপজেলার ছাত্র ও য়ুবকেলা অংশ গ্রহন করেন। খেলা দেখতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বয়ষি মানুষ খেলা উপভোগ করেন।