খলিল, সাভার
সাভার পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলায় ১ জন নারীসহ ৫ জন আহত হয়েছেন । এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর আশঙ্কা জনক। রবিবার ( ১৯ শে জানুয়ারি) বিকাল আনুমানিক ৪:৩০ টার সময় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জাদুরচর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করতে ঘটনাস্থল পৌছালে হামলাকারীরা তাৎক্ষণিক পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করানো হয় । এদের মধ্যে সানি নামে এক জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে রেফার করেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ডাক্তারগণ।আহতদের মাথা থেকে শুরু করে মুখমন্ডল, হাত-পা,শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের একাধিক কুপের চিহ্ন রয়েছে। এদের মধ্যে ২ জনের হাতের আঙুল কেটে পরে যায়। প্রায় দুই বছর আগে একই গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে ফয়সাল সহ চার পাঁচ জন মিলে ধারালো দা দিয়ে শাহাবুদ্দিন নামে একজনকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন মারা যায়। শাহাবুদ্দিন মারা গেলে ঐ হত্যা মামলায় সাক্ষী হয় এরা এবং সেই মামলায় ফয়সাল পুলিশের হাতে আটক হয়ে জেল খাটেন। জেল থেকে জামিনে এসে তাদেরকে হত্যার হুমকি দিতে থাকেন ফয়সাল।পরে ১৯ শে জানুয়ারি রবিবার বিকেলে ফয়সাল সহ ঢাকা থেকে আরও ১০/১৫ সন্ত্রাসী ভাড়া করে এনে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসব কথা জানান হামলায় শিকার হওয়া ঐ সব জনগণ।