মাদারীপুর প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ লিমন হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।