খলিল, সাভার,
সাভার সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় সাভারের রাজাসন ডেল্টার মোড় এলাকায় একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জে এইচ রানা। অত্র প্রতিষ্ঠানের পরিচালক নুরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন রায়হান আহমেদ, কাজী ফিরোজা আক্তার, জেনারেল সেক্রেটারি ইন্জিনিয়ার অনিকুল ইসলাম, সংগঠনের সদস্য আঁখি আলম, লতা বেগম, রুবেল, শান্ত ইমরান গোলদার, ইব্রাহিম খলিল, সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থাটি যেন এভাবেই দেশের গরীব, অসহায়, দুস্থ ও নির্যাতিত পরিবারের পাশে থেকে তাদের সেবা দিতে পারেন সেই জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংস্থাটির চেয়ারম্যান সহ কর্মকর্তাগণ।
সেই সাথে দেশে যত মানবাধিকার সংস্থা রয়েছে সকলের প্রতি আহবান জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান জে এইচ রানা বলেন আমরা সবাই যেন একে অপরের প্রতি একাত্মতা বোধ রেখে সকলেই দেশের গরীব, অসহায়, দুস্থ ও নির্যাতিত পরিবারের সেবা দিতে পারি।