31 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

সাভার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে

খলিল, সাভার

সেই মজা পিঠার মেলা এই স্লোগানকে প্রাধান্য দিয়ে সাভার পৌরসভার দক্ষিণ রাজাসন আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। পিঠা উৎসব অনুষ্ঠান এর শুভ উদ্ভোদন করেন ৮ নং ওয়ার্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ও পিঠা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মোঃ রফিকুল ইসলাম। । পিঠা উৎসব আয়োজন করেন অত্র স্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রী। প্রধান অতিথি সহ আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং অত্র স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সদস্যগণ পিঠা উৎসব এর স্টলগুলো পরিদর্শন করেন। দুরদুড়ান্ত থেকে আসা এই পিঠা উৎসব দেখতে ভীর জমান পিঠাপ্রেমি জনগণ। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এই পিঠা উৎসব। পিঠা উৎসবে পাটিসাপটা পিঠা, ঝাল পান পিঠা,মিষ্টি কুমড়া পিঠা, নকশি পিঠা, পায়েস, কুলি পিঠা, জামাই পিঠা সহ হরেকরকমের পিঠা দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। এসময় অত্র স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মুন্সি সহ অত্র স্কুল এন্ড কলেজ এর শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক সহ পিঠা প্রেমী জনগণ উপস্থিত। এক সময় পৌষের শীতে বাঙ্গালির ঘরে ঘরে ভিজাইনা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা সহ হরেকরকমের পিঠা তৈরি করা হলেও এখনকার এই আধুনিক যুগে পিঠার প্রতি বাঙালির আমেজ আগের মত আর দেখা যায় না বলে মন্তব্য করেন পিঠা উৎসবে আসা অতিথিবৃন্দ ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ