ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের ভোড়াইল গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে (১৪) বছরে সিফা আক্তার নামের এক কিশোরী
মঙ্গলবার বার বিকেল বেলা সিফা আক্তার সাইফুল ইসলাম (১৫) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন,
সিফা আক্তার সাথে দীর্ঘ দিন প্রমের সম্পর্ক থাকায়আমি সাইফুল ইসলাম বাড়িতে বিয়ের দাবিতে আসি, আমি তাকে বিয়ে করবো,
অনশন রত সিফা আক্তার এই ইউনিয়নের গোলাকান্দা গ্রামের ভূট্রু মেয়ে, তাদের মেয়েকে খুঁজে না পেয়ে খোঁজে খরব পেয়ে দেখা সিফা আক্তার সাইফুল ইসলামের বাসায়
পড়ে ভোড়াইল এলাকার কয়েক মেয়ের পরিবার ডেকে এনে মিমাংসা কথা বললে তারা তাদের মেয়ে রেখে বাসায় চলে যায়,,
স্হায়ী কয়েক জন বলেন এই ঘটনা টা কোন দিকে যে যায় আমরা বললে পাড়ি না এখন যে আমারা নিয়মনীতিঅনুসরণ করে তাদের কাজী ডেকে বিয়ে দিবো তা ও ভয় পাই কারন ছেলে মেয়ে উভয় অপ্রাপ্ত বয়সী,,