খলিল, সাভার:
সাভারের আমিনবাজার মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং সিজন- ১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭) ই জানুয়ারি বিকাল ৪:৩০ মিনিটে আমিনবাজার ইউনিয়ন যুবদল ও আমিনবাজার ইউনিয়ন ছাত্রদলের সার্বিক সহযোগিতায় বেগুনবাড়ি ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি ১৫ বছর কোন প্রোগ্রামে যেতে পারি নাই।উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে আমি জয় হয়েও উপজেলায় যেতে পারি নাই ।এরপরও আমি বাহিরে থেকে যতটুকু পেরেছি মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। এখন আমরা মুক্ত এখন স্বাধীন।এখন আমরা ইনশাআল্লাহ মানুষের কল্যাণের জন্য শতভাগ কাজ করতে পারবো ইনশাআল্লাহ। সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইউসুফ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন । এছাড়াও আমিন বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজউদ্দিন ফালান । এছাড়াও আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন যুবদলের আহবায়ক রাজীব হাসান,সদস্য সচিব সিহান,আমিনবাজার ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ আহমেদ সোহেল, যুগ্ন আহবায়ক হিটু,আমিনবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন সৌরভ সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বেগুনবাড়ি ফুটবল ক্লাব ও টিম স্যাভেজ এর খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। উভয় দল ০-০ গোলে ড্র করেন। সর্বমোট ৪৮ টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।