ফারুক হোসেন শেরপুর প্রতিনিধি:নানা অনিয়ম দুনীতিওস্বজনপ্রীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের উপর অনাস্থা এনে তার অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তারই পরিষদের অন্যান্য সদস্যরা।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বাঘবেড় ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নূরে আলম সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন। পরে ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের বিরুদ্ধে টিসিবি কার্ড বিতরণে অনিয়ম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত স্যানিটারি ল্যাট্রিন বিতরণে অনিয়ম, ঘুষের বিনিময়ে সাবমার্সেবল বরাদ্দসহ স্বজনপ্রীতি ও ইউপি সদস্যদের বিভিন্ন প্রকল্প না দিয়ে একাই সব সুবিধা ভোগ করার অভিযোগ এনে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সদস্য শেফালী পারভীন।
এসময় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের প্রতি অনাস্থা প্রস্তাব এনে তার অপসারণ দাবী করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্তের কথা উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং তার ভাই সিনিয়র সচিব হওয়ায় ক্ষমতার অপব্যবহার করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্য ইউপি সদস্য ছাড়াও ভুক্তভোগী ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।