31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মহিপু্রে এক নারী সহ দুই যুবক অনৈতিক কাজ করতে গিয়ে হাতেনাতে ধরা

মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুরের মধ্য (কাঁচ বাজার) বাজারের ২১ ডিসেম্বর রাত ১০ টায় পাবলিক টয়লেটের সুইপার রুমে অনৈতিক কাজে মিলিত হওয়ার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটককৃতরা হলেন জার্মানি মনি ছদ্মনাম (১৩) মাছ ব্যবসায়ি ইউসুফ (৩৮) ও সুইপার আলমগীর (৪০)।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবত আলমগীর পাবলিক টয়লেটের সুইপার রুমে অনৈতিক কাজ করে আসছে। অনেক বার তাকে সতর্ক করা হলেও তিনি কারো কোন কথার তোয়াক্কা না করে পতিতাদের অভয় আশ্রমে পরিনতি করেছে পাবলিক টয়লেটের সুইপার রুমে।

স্থানীয়রা আরো বলেন, পাবলিক টয়লেটের এক পাশে বাজার আর এক পাশে আবাসিক এলাকা এখানে আমরা আমাদের ইস্ত্রি সন্তান নিয়ে বসবাস করি। তাদের এহেন অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেলে আমাদের কোমলমতি শিশুদের মানসিক বিকাশে বিরুপ প্রতিক্রিয়া পরতে পারে। তাই আমরা সামাজিক পরিবেশ স্থিতিশীল রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় গার্মেন্ট ব্যবসায়ী রাব্বি জানান, আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যখন টয়লেটের আমার জরুরত সারার জন্য আসলাম তখন ভিতরে আমি নারী এবং পুরুষদের কথোপকথন শুনতে পেয়ে দরজায় নক করলে তারা ভিতরে দরজা বন্ধ করে বসেছিল নিঃশব্দে। অনেক ডাকাডাকির পরেও তারা দরজা খুলছিল না। এহেন অবস্থায় আমি বাহির থেকে দরজা বন্ধ করে এলাকা বাসীকে খবর দেই এবং পরবর্তীতে স্থানীয়দের পরামর্শে মহিপুর থানা পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করি।

স্থানীয় আরেক ব্যবসায়ী মোঃ জসিম বলেন, যৌনকর্মীদের বিচারের শক্ত কোন আইন না থাকার কারণে এদেরকে আইনের হাতে তুলে দেওয়ার দু’একদিনের মধ্যেই তারা আবার এলাকায় এসে একই কাজ চালিয়ে যায়। যার কারণে আমাদের দেশের পতিতাবৃত্তি কে নির্মূল করা যাচ্ছে না। আমরা এর কঠিনতম কঠিন শাস্তি কামনা করছি।

নাম জানাতে অনিচ্ছুক এক স্থানীয় জানান এলাকার এ সমস্ত অসামাজিক কার্যকলাপের পিছনে স্থানীয় প্রভাবশীল লোকদের হাত রয়েছে। এই সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করা না গেলে আমাদের সামাজিক অবক্ষয় রোধ করা যাবে না এবং প্রত্যেকটি পরিবার ও সমাজ হুমকির মুখে পড়বে।

মহিপুর থানার কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান আমরা এলাকা বাসীর অভিযোগ জানতে পেরেছি এবং ঘটনাস্থলে গিয়ে তার সততা পেয়েছি এবং তাদেরকে থানা হেফাজতে আনা হয়েছে সকাল দশটায় তাদেরকে ৫৪ ধারায় দোষী সাব্যস্ত করে আদালতে প্রেরণ করা

- Advertisment -

সর্বশেষ সংবাদ