31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

গোপালপুরে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালী

নুর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
মহান বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা থেকে সংগঠনটির গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে বিজয় র‌্যালী শুরু হয়। যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের মাদরাসা মাঠে এসে সমাবেশে জড়ো হয়।
বিজয় র‌্যালীতে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ‘জামায়াত শিবির জনতা, গড়ে তোল একতা’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘২৪এর বিপ্লব বৃথা যেতে দেবোনা’, ‘আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই’ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ-জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
র‌্যালী পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারী মো. হুমায়ুন কবির ও গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার বক্তব্য রাখেন।
অপরদিকে দীর্ঘ ১৫ বছর পর বাধাহীনভাবে বিজয় র‌্যালী করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াতের নেতাকর্মীরা। তারা বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র‌্যালী পর্যন্ত করতে দেয়নি। এবার বাধাহীনভাবে বিজয়ী র‌্যালী করতে পেরে আমরা আনন্দিত।

- Advertisment -

সর্বশেষ সংবাদ