31 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

স্থানীয়দের ক্ষোভ, মীরসরাইয়ে খেলার মাঠে বাণিজ্য মেলা

মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে শিশু-কিশোরদের খেলাধুলার মাঠ দখল করে বাণিজ্য মেলার আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই ভাবে মাসব্যাপী মেলার আয়োজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তারা। এইদিকে মেলার আয়োজক কমিটি বলছেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মেলার আয়োজন করা হচ্ছে। সম্প্রতি একটি প্রচার পত্র থেকে জানা যায়, আগামী ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির নামে চট্টগ্রাম শহর থেকে আসা কিছু লোক মীরসরাই স্টেডিয়ামে এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করছে। মেলার জন্য এরই মধ্যে তারা স্টেডিয়ামে বড় অংশ জুড়ে মেলার জন্য স্থাপনা নির্মাণের কাজ করছে। সরকারি স্টেডিয়ামে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন ও নিয়মিত খেলাধুলা চলে। এছাড়া বার্ষিক পরীক্ষা শেষে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করে। শীতের বিকালে সাইকেল চালানো শিখতে আসে স্থানীয় কিশোর কিশোরীরা। তাছাড়া নাগরিক চাপ থেকে মুক্ত থাকতে পেশাজীবী ও বয়োবৃদ্ধরা নিয়মিত এ মাঠে এসে হাঁটাহাঁটি, খেলাধুলা ও ব্যায়াম করেন। এখন বাণিজ্যিক উদ্দেশ্যে এক মাসের জন্য সরকারি এ মাঠ মেলার জন্য বরাদ্দ দেয়ায় বিক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে মীরসরাই উপজেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, এখানে সরকারি বরাদ্দে মিনি স্টেডিয়াম তৈরির কাজ চলছে। নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে শিল্প ও বাণিজ্য মেলার জন্য স্টেডিয়ামের বড় একটি অংশ জুড়ে বাঁশ পুঁতে স্টল তৈরির কাজ করছেন শ্রমিকরা। পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী। স্থানীয় সমাজকর্মী নাঈমুল ইসলাম বলেন, এখানে প্রতিনিয়ত খেলাধুলা হয়। শীতের এই সময়টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশু-কিশোররা খেলাধুলার অবকাশ পায়। এই সময়টায় এখানে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করার কোন যৌক্তিকতা নেই। আমরা মেলা চাই তবে স্টেডিয়ামে নয়। চট্টগ্রাম শহরেও খেলার মাঠে মেলায় আয়োজন করতে চাইলে সেটি প্রতিহত করেছে স্থানীয়রা। আমরাও এ মেলা আয়োজনের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছি। তাতে কাজ না হলে মেলা বন্ধে আরো কর্মসূচি হাতে নেব আমরা।

এ বিষয়ে মীরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা আয়োজক বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি এম এম মোশারফ হোসেন বলেন, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের তহবিল গঠনের জন্য আমরা এই মেলা করছি। এখানে এই মাঠে খেলাধূলা হয় তা আমরা জানতাম না। এখানে আগেও মেলা হয়েছে। আমরা প্রশাসনের অনুমতি নিয়ে এই মেলার আয়োজন করছি।
এ বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মীরসরাই উপজেলা স্টেডিয়ামে মেলার আয়োজন করতে আয়োজকরা জেলা প্রশাসক স্যার থেকে অনুমতি নিয়েছেন। তবে এখানে মেলা আয়োজনের বিষয়ে স্টেডিয়াম নির্মাণ কাজের ঠিকাদার ও স্থানীয় সচেতন নাগরিকরা লিখিত অভিযোগ দিয়েছেন। আমি এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

- Advertisment -

সর্বশেষ সংবাদ