31 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

বাংলাদেশের চায়না ক্লাব এর যাত্রা শুরু

প্রথমবারের মত বাংলাদেশে গত ১৮ নভেম্বর ২০২৪ ইং তারিখে, হোটেল ওয়েষ্টিন এ একটি অনাড়ম্বর অনুষ্ঠানের
মধ্যে দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব। বাংলাদেশ এবং চায়নার মধ্যে ব্যবসায়িক ও
কুটনতিক উন্নয়ন করার জন্য এই ক্লাব বিশেষ ভুমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান অথিতি হিসেবে
উপস্থিত ছিলেন তে․হিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রনাই মান্যবর জনাব হাজী হারিস বিন
ওসমান, ইউকে-বাংলাদেশ ক্যাটালিষ্ট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি, জনাব ইকবাল আহম্মেদ, ব্যাংক
এশিয়ার স্বতন্ত্র পরিচালক জনাব, আশরাফুল হক চে․ধুরী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সারাহ লী,
এক্সিকিউটিভ চেয়ারম্যান, সিআইডিবিসি, গভর্নমেন্ট অব চায়না উপস্থিত ছিলেন। তাছাড়াও উক্ত অনুষ্ঠানের
উপস্থিত ছিলেন জনাব শাহজাহান ভুঁইয়া রাজু, প্রেসিডেন্ট, বাংলাদেশ-চায়না ক্লাব লিঃ, জনাব জাহাঙ্গির সিকাদার,
সেক্রেটারি, বাংলাদেশ-চায়না ক্লাব লিঃ এবং এক্সিকিউটিভ কমিটির নেত্রীবৃন্দ উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে
বাংলাদেশ-চায়না ক্লাব লিঃ এর শুভ উদ্ভোধন করেন।

ক্লাবটি গুলশান-২ এর ৯৩ নম্বর সড়কের, বাড়ি নম্বর-
১৬/বি-তে অবস্থিত। এই ক্লাবের উদ্দেশ্য বাংলাদেশে বসবাসরত চায়নিজ কমিউনিটির সাথে বাংলাদেশের
কমিউনিটির মধ্যে সামাজিক, অর্থ‣নতিক যোগাযোগের সেতুবন্ধন ক্সতরীর জন্য এই ক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছে।
পাশাপাশি চায়না ও বাংলাদেশের সাংস্কৃতিক আদান-প্রদান ক্লাবের মাধ্যমে তুলে ধরা হবে।

বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষাধিক চায়নিজ নাগড়িক বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টে চায়নিজ বিশেষজ্ঞগণ এবং বড় বড় প্রতিষ্ঠানে চায়নিজ বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রেখেছে। আগামিতে যাতে করে এই কর্মকান্ড আরও এগিয়ে নিতে এবং দেশের সামগ্রীক উন্নয়নে বাংলাদেশচায়না ক্লাব লিঃ বিশেষ ভুমিকা রাখবে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ