31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

গোপালপুরে পদোন্নতি জনিত সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভা

নুর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সষ্টিটিউটের সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় গোপালপুরের কৃতিসন্তান এবং নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আতিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী-লক্ষীপুর গ্রামের সামাজিক সংগঠন ‘তারুণ্যের বাংলাদেশ’ এর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় সংগঠনটির নিজস্ব কার্যালয় উদ্বোধন ও মাদকবিরোধী এক আলোচনা সভাও করা হয়।
ডাঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অধ্যাপক ডাঃ মো. আতিকুল ইসলাম।
‘তারুণ্যের বাংলাদেশ’ এর উদ্বোধিত কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনানুষ্ঠান ও মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুন ভুঞা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আতিকুল ইসলাম গোপালপুর উপজেলোর ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী গ্রামের কৃতি সন্তান। তিনি ১৯৭০ সালের ১ জানুয়ারি নিজ গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর বাবা মোঃ মকবুল হোসেন সাদত সরকারি কলেজের গ্রাজুয়েট এবং একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আতিকুলরা দুই ভাই দুই বোন। মাতা ফাতেমা বেগম একজন আদর্শ গৃহিনী। ডাঃ আতিকুল নন্দনপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূতি ভিএম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নটরডেম কলেজ এবং সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ১৯৯৪ সালে এমবিবিএস পাস করেন।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় থেকে ২০০৩ সালে ডিসিএইচ, ২০০৩ সালে বিসিপিএস থেকে এমসিপিএস এবং ২০১০ সালে ঢাবি থেকে এমডি ডিগ্রি অর্জন করেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ