31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কালকিনিতে বোমা হামলায় আহত প্রবাসী যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মোঃ সুজন সরদার (৩২) নামের এক প্রবাসী যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশ। নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। গতকাল ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার এনায়েতনগর এলাকার খালেকেরহাট বাজারে প্রতিপক্ষের বোমা হামলায় আহত হয় সুজন সরদার। পরে আহত ওই যুবককে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আহত সুজন মারা গেছেন জেনেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ