31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ডাকাতি করতে গিয়ে দা’দিয়ে কুপালো মা-মেয়েকে

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ২নং ওয়ার্ড পশ্চিম আমিরাবাদ মঙ্গলনগর বনিক পাড়ায় স্বপন ধরের বাড়িতে চুরি করতে গিয়ে মা-মেয়ে দুইজনকে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে হত্যাচেষ্টা চালানো হয়েছে।

একই এলাকার পার্শ্ববর্তী বকসু বাপের বাড়ির আহমদ ছফার পুত্র আনিসুল ইসলাম সুমন প্রকাশ আনিস্যা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, যখন ভোরে মা-মেয়ে ফুল তোলার জন্য বের হয় তখন হঠাৎ ওঁতপেতে থাকা আনিস ঘরে ঢুকে যায়। পরে কিছু জিনিসপত্র নিয়ে নেয় এবং মা-মেয়ের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিতে দা’য়ের কোপ দেয় বলে স্থানীয় কয়েকজন জানায়।

আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তারা চিকিৎসাধীন থাকায় তাদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে,স্থানীয়রা থানায় জানালে, পুলিশ টিম এসে তদন্ত করে যায় সেসময়ও আনিসের পরিবার পলাতক ছিল।

সংবাদ প্রকাশ পর্যন্ত, মামলার কোন খবরাখবর পাওয়া যায়নি।এদিকে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবিচার ও শাস্তির দাবিতে দ্রুত ছড়িয়ে পড়ে ও সবাই চমেকে দৌড়াদৌড়িতে আছে জানান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ