31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটির সম্মেলন অনুষ্ঠিত

ম.ম.হারুন অর রশিদ
মাদারীপুরের কারকিনিতে উপজেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটি গঠনের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা হলরুমে মুক্তিযোদ্ধাদের আয়োজনে ও মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটির তত্থাবধানের এ সম্মেলনের আয়োজন করা হয়। কালকিনি উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটির সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনিত সাবেক সংসদ সদস্য পদপ্রর্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক জাহান্দার অলী জাহান, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সমন্ময়ক কমিটির প্রধান সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (আঃ) এবিএম নুরুল আলম, জেলা সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ গোলাম সরোয়ার, জেলা সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, জেলা সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আলি হোসেন, জেলা সমন্ময়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন তোতা, যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম তালুকদার, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ জলিল আকন, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, কালকিনি পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসকেন্দার আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মোল্লাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা সম্মেলনে অংশগ্রহন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মাহবুবা ইসলাম।

- Advertisment -

সর্বশেষ সংবাদ