31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নুর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫ হাজার ৬শত কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা কৃষি পূনবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. তুহিন হোসেন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৌশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাছ মিয়া, পল্লী উন্নয়ন অফিসার মো. রুহুল আমিন, ডিকেআইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবু কায়সার রাসেল, উপজেলা শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. চান মিয়া, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন প্রমুখ।

প্রসঙ্গত, সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার নির্বাচিত ৫ হাজার ৬ শতজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিঘা প্রতি জমির জন্য ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ