31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নুর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে আজ শনিবার টাঙ্গাইলের গোপালপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গোপালপুর উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল হাসান।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোরশেদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বাশার প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ