নুর আলম সুমন,(উত্তর টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যহীন গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মানবিক নতুন বাংলাদেশ বিনির্মাণের সহায়ক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (বুধবার) সকালে উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে পিস ফ্যাসিলেটটর গ্রুপ (পিএফজি) ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ কর্তৃক আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সুজনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে সুজন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে আখতার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, বিএনপির পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, পিস এ্যামবাসেডর নেটওয়ার্ক ময়মনসিংহ অঞ্চলের কার্যকরী সদস্য অরবিন্দ পাল, বীর মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার সালাম পারভেজ ফকির, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া,কমিউনিস্ট পার্টির উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, শহীদ জিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, ভূঞাপুর ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম, লোকমান ফকির মহিলা কলেজের সহকারি অধ্যাপক আঃ বাছিত, জমিয়াতুল মোদার্রেসিন উপজেলা কমিটির সভাপতি আফছার উদ্দিন, সুজন উপজেলা কমিটির সহ সভাপতি মনিরুজ্জামান তরফদার বাবু, পৌর কমিটির সভাপতি আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম।
আরো বক্তব্য রাখেন সেবক টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ভূঞাপুর ব্লাড ব্যাংকের সহ সভাপতি ফেরদৌস প্লাবন মোল্লা, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো: রনি, ইবরাহীম খাঁ’র আলোবিক ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা, সুজনের অর্থ সম্পাদক শুভ সাহা, পিএফজি সদস্য রমা রাণী ভৌমিক, সুজন এর পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন, সাংবাদিক মাহমুদুল হাসান, সাংবাদিক ফরমান শেখসহ রাজনৈতিক ব্যক্তি, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি এর সমন্বয়ক শাহ আলম প্রামাণিক।
ব্ক্তারা সহিংসতা মুক্ত, সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। সেই সাথে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ গড়ে তোলে যার যার অবস্থান থেকে বৈষম্যহীন গণতান্ত্রিক দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে উদাত্ত আহবান জানান।