31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

তজুমদ্দিনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়

(তজমুদ্দিন) ভোলা প্রতিনিধি।

ভোলার তজুমদ্দিন উপজেলায় দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত রবিবার (২৭ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেক কাটা শেষে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় তজুমদ্দিন উপজেলার যুবদলের সভাপতি পদ প্রত্যাশী সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন পঞ্চায়েত এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা বলেন, গত ১৫ বছর বিএনপিকে এবং সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছিল শেখ হাসিনা সরকার। মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছিল হাসিনা সরকার। মানুষ এখন গুম-খুন জুলুম নির্যাতন থেকে মুক্ত বলেও মন্তব্য করেন। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে নিরাপদ আগামীর বাংলাদেশ গঠনে আমরা জাতীয়তাবাদী যুবদল তজুমদ্দিন উপজেলা যুবদল সকল নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত যে কোন অপশক্তি ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা যুবদল ঐক্যবদ্ধ থাকবো। এছাড়াও যুবদল, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারাও বক্তব্য রাখেনে এবং সকল মানুষকে সাথে নিয়ে একসঙ্গে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার ঘোষণা দেন তারা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ