31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান এর মাজারে শ্রদ্ধা নিবেদন করে কাফরুল থানা যুবদল

সাব্বির জুবায়ের

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও কাফরুল থানা যুবদলের নেতৃত্বে কাফরুল থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও কাফরুল থানা ছাত্রদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন।

তার সাথে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো: মুজাহিদুল ইসলাম শাওন,১৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ রনি হাওলাদার ও ১৬,১৪,৯৪ ও ৪ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।এসময় বক্তব্য রাখেন
কাফরুল থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও কাফরুল থানা ছাত্রদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মো: আকতার হোসেন। তিনি বলেন, গত ১৫ বছর বিএনপিকে এবং সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছিলো স্বৈরাচারী শেখ হাসিনা সরকার।মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছিলো হাসিনার অবৈধ অসাংবিধানিক সরকার।মানুষ এখন গুম-খুন জুলুম নির্যাতন থেকে মুক্ত বলেও মন্তব্য করেন। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে নিরাপদ আগামীর বাংলাদেশ গর্তে আমরা জাতীয়তাবাদী যুবদল কাফরুল থানার সকল নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত যে কোনো অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবেলায় এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ও আমরা যুবদল ঐক্যবদ্ধ থাকবো।তিনি বলেন দেশের জনগণ এখন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দ্রুতই একটি গ্রহনযোগ্য নির্বাচন চায় এবং জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।এছাড়াও যুবদল, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারাও বক্তব্য রাখেন এবং সকল মানুষকে সাথে নিয়ে একসঙ্গে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার ঘোষণা দেন তারা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ