31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

গোপালপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে রবিবার বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। থানা চত্ত্বরের আব্দুল মান্নান রোডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন। 

উপজেলার যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,

সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, পৌর যুব দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুব দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবন, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ