31 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

ধামরাইয়ে আকর্ষণীয় দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে হাডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত

ওসমান গণি
সুস্থ দেহ সুন্দর মন খেলাধুলা করে অধিক বর্ধন, ও
প্রাচীন কালের সেই ঐতিহ্যবাহী হাডুডু খেলা যখন বিলুপ্তির পথের দিকে তখন হাডুডু খেলা ধরে রাখতে লোক সমাজে এবার ভিন্ন রকম খেলার আয়োজন করছে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ঢাকার ধামরাই উপজেলা গাংগুটিয়া ইউনিয়নে দক্ষিণ কাওয়ালী পাড়া নিউ স্টার ক্লাবের আয়োজনে শনিবার বিকেলে দক্ষিণ কাওয়ালী পাড়া ব্রীজের পূর্ব পাশে গাজিপুর জেলা একাদশ ও মানিকগঞ্জ জেলা একাদশ-কে পরাজিত করে ট্রফি ও নগদ টাকা, প্রধান অতিথির হাত থেকে বিজয়ী পুরস্কার নিলেন বিজয়ী গাজিপুর জেলা একাদশ।
ঢাকা জেলা বি এন পি সাবেক প্রচার সম্পাদক সনিল সাহা উদ্বোধনায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনিরুল ইসলাম এর সভাপতিত্বে, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে হাডু-ডু ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি এমারত হোসেন জাহিদ,কাওয়ালী পাড়া বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন, নিউজ স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, সহ- সভাপতি মোঃ রাকিবুল ইসলাম (রকি) সহ দূর দূরান্ত থেকে আকর্ষণীয় দৃষ্টি প্রতিবন্ধীূদের খেলা দেখতে হাজার হাজার নারী পুরুষ দর্শকদের উপস্থিত্বে কানায় ভরে যায় মাঠের চারপাশ।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন আজকে যারা হাডুডু খেলা খেলেছে অন্ধ দৃষ্টিহীন তারা আজকে এই খেলায় মনের চোখ দিয়ে খেলেছেন তবে চোখ একটি অমূল্য সম্পদ। যাদের নেই তারা বুঝে চোখ যে কি সম্পদ এবং খেলাধুলা যত বেশী হবে তত বেশি সমাজের মধ্যে সন্ত্রাস নৈরাজ্য মাদক সহ সমস্ত খারাপ কাজ এই খেলাধুলার মাধ্যমে বিতারিত করা সম্ভব হবে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ