31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত, আহত ১জন

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্থ শীল(২০) ও অয়ন মন্ডল(২০) নামে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(২৩ অক্টোবর) দুপুর দেড়টার  দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে দূর্ঘটনাটি ঘটে। এসময় গুরুতর আহত হয়েছে ১ জন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে ক্লাশ শেষে তারা বাড়ি ফিরছিল। তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সাথে সংঘর্ষ লেগে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আরও একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন। বিস্তারিত পরে জানা যাবে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ