31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জামালপুরে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ

জামালপুরে দিগপাইত শামছুল হক কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক কলেজে অবাঞ্চিত ঘোষণা করেন।

সড়ক অবরোধ করে সমাবেশ করায় প্রায় এক ঘন্টার বেশি সময় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

সমাবেশে বক্তব্য রাখেন, দিকপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, স্থানীয় সোহরাব আলী, শিক্ষার্থী ফাতেমা আক্তার, সৌরভ হাসান শিশির ও পল্লব হোসেন।

বক্তারা বলেন, নিলোফার চৌধুরী মনি কোনদিন দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আসেন নি। তিনি জানেনও না এই কলেজে কতজন শিক্ষক-শিক্ষার্থী আছেন। অথচ তিনি স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাদের সাথে আঁতাত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। যিনি কলেজ সম্পর্কে জানেনই না। তিনি সভাপতি হলে এই কলেজের কোন উন্নয়ন কর্মকাণ্ডও করতে পারবেন না।

এসময় নিলোফার চৌধুরী মনি সভাপতির পদ থেকে দ্রুত পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধরা।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর এই কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

মেহেদী হাসান
জামালপুর।
১৬-১০-২০২৪

- Advertisment -

সর্বশেষ সংবাদ