31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো আলোক হেলথকেয়ার

ঢাকা, অক্টোবর ১৪, ২০২৪: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে আলোক হেলথকেয়ার লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল কর্মী আলোক হেলথকেয়ার থেকে প্যাথোলজি, রেডিওলোজি অ্যান্ড ইমেজিং, হাসপাতালে ভর্তি এবং ডায়ালাইসিস চিকিৎসায় সর্বোচ্চ ৩০% ছাড় পাবেন। এছাড়া ব্যাংকের গ্রাহকরা একই ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন সর্বোচ্চ ২৫% ছাড়ে।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং আলোক হেলথকেয়ার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং আলোক হেলথকেয়ার লিমিটেড-এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (ডা:) মো: আবদুস সবুর মিঞা (অব:) ও হেড অফ ফাইনান্স এস. এম আজিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ