31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ওসির পূজা মন্ডপ পরিদর্শন

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি :

বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে প্রতিটা পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার রাখার দাবিতে

শারদীয় দুর্গাপূজা দেখতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর ) সকাল থেকে দুপুর পযর্ন্ত উপজেলার পদুয়া, আমিরাবাদ,চুনতি ও কলাউজান ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন পূজা পরিষদ ও ওসি।

পূজা পরিষদ সভাপতি ডাঃ রিটন দাশের নেতৃত্বে পরিদর্শনের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বরত পুলিশ সদস্য ও তদারকি কর্মকর্তাদেরকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন ওসি আরিফুল ইসলাম।

পরিদর্শনের সময় পূজামণ্ডপ ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্যে উদযাপনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে বলে সকলকে আশ্বস্ত করেন ওসি।

এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শিক্ষক সুজিত পাল, উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, উপদেষ্টা মাস্টার অসীম কুমার দাশ, উপদেষ্টা শিবু প্রসাদ চৌধুরী সংগঠনের সহ-সভাপতি মৃণাল দাশ মিলন,সহ-সভাপতি শিক্ষক রিটন বিশ্বাস,সহ-সভাপতি শিক্ষক নরেন দাশ,সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য,অর্থ সম্পাদক প্রভাষক অনুপ দাশগুপ্ত,সহ-অর্থ সম্পাদক রনি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল,সহ-প্রচার সম্পাদক শিক্ষক বাবলু কান্তি হাজারী,গণসংযোগ সম্পাদক সৈকত কান্তি নাথ,সহ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রিটন সুশীল,সহ-সমাজকল্যাণ সম্পাদক সুজন দাশ,ও সিনিয়র নির্বাহী সদস্য শিক্ষক সুমন মজুমদার হিরো প্রমূখ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ