31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কুষ্টিয়ায় খেলাফত মজলিস এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান ‌
কুষ্টিয়ায় খেলাফত মজলিস এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় কুষ্টিয়া শহরের কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে এক কর্মী ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ সিরাজুল হক।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ আব্দুল মজিদ মাস্টার।
বিশেষ অতিথী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জোন পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আজিম উদ্দিন, অধ্যাপক আব্দুল হান্নান। মাও: এসকেন্দার আলী, মাও: আব্দুল গাফফার, মাও: হাবিব উল্লাহ ফারুকী, মাও: নাসির উদ্দিন, মাও: আলমগীর হোসেন, মাও: মনিরুজ্জামান, মাও: আবুল কালাম, যুব মজলিস নেতা মোঃ জামিরুল ইসলাম।

সভাপতিত্ব করেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি মুফতি আব্দুল হামিদ। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাঃ আজিরুল ইসলাম ও সহকারী সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।

পরে সম্মেলন শেষে একটি র‍্যালী কুষ্টিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভা চত্তরে গিয়ে সমাপ্ত হয়। বক্তাগণ বলেন, আল্লাহর রহমতে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। দেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কর্মীদের আরও ভূমিকা পালন করতে হবে।।

- Advertisment -

সর্বশেষ সংবাদ