31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মহিপুরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

ইউসুফ ইউহানা, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে মোস্তফা খান (৫০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে আলীপুর বিএফডিসি মৎস্য মার্কেটের সামনে থেকে মৃত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। মোস্তফা খান মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের আব্দুল জব্বার ওরফে চান্দু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ টার দিকে টিয়াখালী ইউনিয়নে মোস্তফা তাদের নিজস্ব জমি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩ টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসেন। সেখানে ফিসিং ট্রলারে কাজ করার জন্য মাঝি মোস্তাফিজুর রহমানের সাথে কথা বলেন। পরে ওইদিন রাত আনুমানিক ২ টার সময় তিনি অসুস্থ হয়ে পরলে ট্রলারের জেলেরা তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুমশাদ সায়েম পুনম বলেন, ‘রাত প্রায় ৩ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ