31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বিডি২৯ মাল্টিমিডিয়ায় পূর্ণ মিলনের ‘মাওলা’

সম্প্রতি ‘বিডি২৯ মাল্টিমিডিয়া’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘মাওলা। শামীম আশিকের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন পূর্ণ মিলন। গানটিতে সুর ও সঙ্গীতায়োজন করেছেন শামীম আশিক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আকাঈদ রনি।

গানটির প্রসঙ্গে কন্ঠশিল্পী পূর্ণ মিলন বলেন, ‘মাওলা’ গানের কথাগুলো দারুণ। কথার সঙ্গে মিল রেখে বিভিন্ন লোকেশনে গানের ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির শ্রোতা-দর্শকদের মিউজিক ভিডিও ভালো লাগবে।

নির্মাতা আকাঈদ রনি বলেন,কন্ঠশিল্পী পূর্ণ মিলন অসাধারণ গাওয়া গানটি মিউজিক ভিডিও নির্মান করেছি। ‘বিডি২৯ মাল্টিমিডিয়া’র জন্য নির্মিত ‘মাওলা’ মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। গানটি আশা করছি সবার পছন্দ হবে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ